ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পোরশায় দুস্থদের মধ্যে বিজিবির কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
পোরশায় দুস্থদের মধ্যে বিজিবির কম্বল বিতরণ কম্বল বিতরণ । ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর পোরশায় বিজিবির পক্ষ থেকে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) দিনব্যাপী নওগাঁ-১৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আয়োজনে নিতপুর বিওপি ক্যাম্পের সামনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিজিবির রাজশাহী সেক্টর কামান্ডার কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ, নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফুল ইসলাম, নিতপুর বিওপি বিজিবি ক্যাম্প কমান্ডার মো. আনিসুর রহমানসহ বিজিবির সদস্যরা।  

এসময় সেক্টর কামান্ডার কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ বলেন, সীমান্ত এলাকার মানুষ বরাবরের মতো এখনো বিজিবির পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে। তাই আমরাও চেষ্টা করছি তাদের সুখে দুঃখে সঙ্গে থাকার। সে কারণে ব্যক্তিগত উদ্যোগ এবং বিভিন্ন সংস্থার সহায়তায় সীমান্ত এলাকার দুস্থদের আমরা সামান্য কিছু কম্বল উপহার দিচ্ছি। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে ১২২ জন কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।