ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
ফেনীতে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার ...

ফেনী: ফেনীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সকালে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ড. মো. আব্দুল আলীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক ফৌজিয়া আক্তার, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা।  

স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা আফিফা ছিদ্দিকা।

সেমিনারে খাদ্যের উৎপাদন, বাজারজাতকরণ ও পরিবেশনে স্বাস্থ্যগত ঝুঁকির বিভিন্ন দিক এবং এর থেকে উত্তরণে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১ 
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।