ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারের বেকারিকে আড়াই লাখ টাকা জরিমানা

সাভার করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
সাভারের বেকারিকে আড়াই লাখ টাকা জরিমানা ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে সাভারের এক বেকারির কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিনের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের বলিয়াপুর এলাকায় অভিযান চালানো হয়।

নেতৃত্ব দেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

সন্ধ্যায় র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে সাভারের বলিয়াপুর এলাকায় আদি মোহাম্মদিয়া বেকারি অ্যান্ড সুইটস কারখানাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।