ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর। বাংলানিউজ ফাইল ফটো

পঞ্চগড়: ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের একমাত্র চতুদেশীয় বন্দর (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি এক দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েসনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

তবে এ বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে করোনা প্রতিরোধ শর্ত মেনে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে ইমিগ্রেসন সূত্রে জানা গেছে।

সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের ফুলবাড়ী ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকাল থেকে পাথরসহ সব পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকাল থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিক হবে।  

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।