ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ধর্মঘটের ডাক দিল সংগ্রাম পরিষদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
বগুড়ায় ধর্মঘটের ডাক দিল সংগ্রাম পরিষদ বিক্ষোভ সমাবেশ

বগুড়া: অটোরিকশা-ভ্যান সংগ্রাম পরিষদের আন্দোলনে বাধা ও বাসদ (মার্কসবাদী) পাঠচক্র ফোরাম পরিষদের (অস্থায়ী) কার্যালয়ে হামলার প্রতিবাদে এবং ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে সংগ্রাম পরিষদ। দাবি না মানলে আগামী ৭ ফেব্রুয়ারি বগুড়ায় ব্যাটারিচালিত যানবাহন  ধর্মঘট চলবে বলে সমাবেশ থেকে জানানো হয়।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের সাতমাথায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক কবির হোসেন। বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সংগঠনের নেতা আমিনুল ইসলাম, মাসুদ পারভেজ, দিলরুবা নূরী, শ্যামল বর্মণ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতা রাসেল আহমেদ, অনিমেষ রায় প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জেলা কমিটির আহ্বায়ক ভাষা সৈনিক মাহফুজুল হক দুলু ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু।

সমাবেশে বক্তারা তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে বগুড়ায় পৌরসভা কর্তৃক অটোরিক্সা-ভ্যান-ইজিবাইকের ট্রেড লাইসেন্স দেওয়া, অটোরিক্সা ভাঙচুর ও শ্রমিকদের শারীরিক-মানসিক নির্যাতন বন্ধ করা, রাস্তায় মোটরসাইকেল, গাড়ি পার্কিং বন্ধ করা, ফুটপাত দখলমুক্ত করা, বাসদ (মার্কসবাদী) পাঠচক্র ফোরাম পরিষদের অস্থায়ী কার্যালয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা।

সমাবেশে বলা হয়, ২৮ জানুয়ারির মধ্যে তাদের পাঁচ দফা বাস্তবায়ন করা না হলে আগামী ৭ ফেব্রুয়ারি বগুড়ায় ধর্মঘট পালন করা হবে। ওই দিন থেকে সব ধরনের ব্যাটারিচালিত যানবাহন বন্ধ থাকবে।

বক্তব্যে শ্রমিক নেতা আমিনুল ইসলাম বলেন, ‘সরকার সারাদেশে শ্রমিকদের জীবিকা কেড়ে নিচ্ছে এবং প্রশাসন ও গুন্ডাবাহিনী দিয়ে শ্রমিকদের ন্যায়সঙ্গত যৌক্তিক আন্দোলনে দমনপীড়ন করছে। দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে লড়াই করে এই অধিকার আদায় করে নিতে হবে। ’

সংগঠনের সভাপতি কবির হোসেন বলেন, ‘আমরা আমাদের দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখবো। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। ’

গত রোববার (২৪ জানুয়ারি) দুপুরে বাসদ (মার্কসবাদী) পাঠচক্র ফোরাম পরিষদের (অস্থায়ী) কার্যালয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল হাইকে পিটিয়ে আহত করেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
কেইউএ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।