ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউপি চেয়ারম্যানের ইটভাটায় অভিযান, জরিমানা ১০ লাখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
ইউপি চেয়ারম্যানের ইটভাটায় অভিযান, জরিমানা ১০ লাখ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় এলাকায় অবস্থিত এইচআরবি নামে দু’টি ইটভাটায় অভিযান চালিয়ে চুল্লি ও ইট তৈরির কাঁচামাল ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ইটভাটা দু’টির মালিক ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী সচিব মো. আবু হাসানসহ নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন যাবত ইটভাটা দু’টি কৃষিজমির মাটি কেটে ইট তৈরি করে আসছে। এধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।