ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে পুলিশের সোর্স খুন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
টঙ্গীতে পুলিশের সোর্স খুন 

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের সোর্স নিহত।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম- জাকির হোসেন (৬০)। তিনি বরগুনার পাগড় গাইচ্ছা এলাকার মমিন উদ্দিনের ছেলে।  

জানা গেছে, জাকির হোসেন ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। দুপুরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশে দুর্বৃত্তরা জাকিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।  

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময় ০৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।