ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ৩ সক্রিয় সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ৩ সক্রিয় সদস্য আটক

বরিশাল: বরিশাল র‍্যাব-৮ এর অভিযানে ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, র‍্যাব-৮ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুরের আসাদ এভিনিউ এলাকার একটি বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ওই তিন সদস্যকে আটক করেছে।

আটকরা হলেন- মুন্সীগঞ্জের টংগীবাড়ি থানাধীন হাসাইল বাজারের হাসাইল বানারী এলাকার বাসিন্দা আলী মিয়ার ছেলে শাহীন আলম (২৮), একই এলাকার আব্দুর রউফ গাজীর ছেলে মনির হোসেন (৩৮) এবং ঢাকার মোহাম্মদপুরের আসাদ এভিনিউ এলাকার সৈয়দ আছিফ ইকবালের ছেলে সৈয়দ নাভিদ ইকবাল (২২)।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় জেএমবি’র দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, মাদারীপুর, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করত। এছাড়া তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলে প্রাথমিকভাবে স্বীকার করেন।  

বাংলাদেশ সময় ০৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।