ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজৈরে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
রাজৈরে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী নিহত

মাদারীপুর: মাদারীপুরে ট্রাকচাপায় মোক্তার খান (৪৮) নামে এক মোটরসাইকেলআরোহীর মৃত্যু হয়েছে।  

বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজৈর উপজেলার কামালদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোক্তার ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী এলাকার মৃত আব্দুল জব্বার খানের ছেলে। তিনি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) মাদারীপুর কার্যালয়ের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ উদ্দিন আহমেদ বলেন, ছুটি শেষে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন মোক্তার। পথে কামালদি ব্রিজের কাছে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোক্তার।  

তিনি আরও বলেন, পরে ফরিদপুরের ভাঙ্গা থেকে ট্রাকসহ চালককে আটক করে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখান থেকে নিহত মোক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠাই।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।