ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের শিক্ষা প্রতিষ্ঠান ‍খুলে দিয়ে ব্যবসা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

রাজশাহী: রাজশাহীতে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান ‍খুলে দিয়ে ব্যবসা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

শনিবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতারা।

মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন থেকে বক্তারা আরও দাবি জানান যে, রাজাশাহীর ব্যবসায়ীদের স্বার্থ পরিপন্থি যখন-তখন মেলার আয়োজন করা যাবে না। প্রি-পেইড মিটার বসানো বন্ধ করতে হবে। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাসেন্স ফি সহনীয় মাত্রায় ধার্য করতে হবে এবং সাইনবোর্ড ফি প্রত্যাহার করতে হবে। শহরের সৌন্দর্য বর্ধনের জন্য আঁকা-বাঁকা রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ বর্জন করতে হবে, তা সরলীকরণ করতে হবে। কথিত উন্নয়ন ও আধুনিকায়নের নামে হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা মাকেট ভাঙা যাবে না। এছাড়া, অবিলম্বে রাজশাহী পাট ও চিনিকল চালু করতে হবে।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুন-অর-রশিদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, সহ-সভাপতি ফৌজদার শফিকুল ইসলাম, সহ-সম্পাদক এবিএম মনোয়ার সুলতান, সালাহউদ্দিন মিন্টু, আইন সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারাসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এটি পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান স্বজন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এসএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।