ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বপ্নচূড়া প্লাজার নির্মাণ কাজ শেষ করার তাগিদ মেয়র লিটনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
স্বপ্নচূড়া প্লাজার নির্মাণ কাজ শেষ করার তাগিদ মেয়র লিটনের স্বপ্নচূড়া প্লাজার নির্মাণ কাজ শেষ করার তাগিদ মেয়র লিটনের। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় নির্মাণাধীন বহুতল বাণিজ্যিক ভবন স্বপ্নচূড়া প্লাজার নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে নগর ভবনে মেয়র দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বপ্নচূড়া প্লাজার নির্মাণ কাজের অগ্রগতির সার্বিক খোঁজ-খবর নেন এবং নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় রাসিক মেয়র বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় কয়েকটি বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে। বহুতল ভবনগুলোর নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হচ্ছে। ভবনগুলোর নির্মাণ কাজ শেষ হলে সিটি করপোরেশনের আয় বৃদ্ধি পাবে।

সভায় রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, ঠিকাদার ফরিদ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ