ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

ইলিশ উৎসবে মেতেছে ভোলার জেলেরা

ছোটন সাহা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, অক্টোবর ২৬, ২০২১
ইলিশ উৎসবে মেতেছে ভোলার জেলেরা

ভোলা: দীর্ঘ নিষেধাজ্ঞার পর ইলিশ ধরার উৎসবে মেতে উঠেছেন ভোলার জেলেরা। নদীতে প্রচুর মাছ পাওয়াতে তাদের মুখে হাঁসি ফুটেছে।

সোমবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে নদীতে যেতে শুরু করেছেন তারা।

ভোলা সদরের তুলাতলী ও ভোলার খালসহ বিভিন্ন ঘাট ঘুরে দেখা যায়, জমে উঠেছে মাছের আড়ৎ। শুরু হয়েছে ইলিশ কেনা-বেচা। প্রচুর ইলিশ ধরা পড়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মৎস্যজীবীরা। ঘাটে জেলে, পাইকার ও আড়ৎদারদের হাকডাকে মুখরিত ইলিশের আড়ৎ।

কথা হয় তুলাতলীর জেলে হাসেমের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, আজ প্রথমদিন আমরা সাত জেলে নদীতে মাছ শিকারে গিয়েছি। ২৯০০ টাকার মাছ ভাগে পেয়েছি। প্রথমদিন ভালোই মাছ ধরা পড়ছে।

ভুট্টু মাঝি বাংলানিউজকে বলেন, ২২ দিন মাছ ধরা বন্ধ ছিল, আজ মাছ শিকারে গিয়েছি। জালে ঝাঁক ঝাঁকে মাছ ধরা পড়ছে। এভাবে মাছ ধরা পড়লে আমাদের সংকট থাকবে না।

তুলাতলীর আড়তদার মনজুর আলম বাংলানিউজকে বলেন, মোটামুটি ভালো ইলিশ ধরা পড়ছে, এ অবস্থা থাকলে জেলেরা ঘুরে দাঁড়াতে পারবেন।

জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, ইলিশ অভিযান সফল হওয়াতে এবার মাছের উৎপাদন অনেক গুণ বেড়ে যাবে।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।