ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সীমান্তে হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
সীমান্তে হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ আহ্বান ছবি: সংগৃহীত

ঢাকা: লালমনিরহাটের কালীগঞ্জ ও সিলেটের কানাইঘাট সীমান্তে বাংলাদেশি হত্যার নিন্দা ও ক্ষোভ জানিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সীমান্তে হত্যা বন্ধের দাবিতে এক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সীমান্তে হত্যার জন্য সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করেন বক্তারা।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ভারত আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে নিরীহ বাংলাদেশী নাগরিক হত্যা করছে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে হত্যার ঘটনা ঘটছে। তাই সীমান্তে হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি।

দেশের ছাত্র, শিক্ষক, শ্রমিক কেউ ভালো নেই উল্লেখ করে তিনি বলেন, সবার অধিকারের জন্য রাজপথে নামতে হচ্ছে। শেখ হাসিনার পুতুল সরকার এ অন্যায়ের প্রতিবাদ করছে না। তিস্তা, টিপাইমুখ সমস্যার সমাধান হয়নি। দেশে কথা বলার কোন পরিবেশ নেই। আর এ সরকার রাতের ভোটের সরকার, তাই এরা জনগণের কোন কথাই শোনে না।

এ বক্তা বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা মানবতা বিরোধী হত্যাকাণ্ড। বিএসএফের সহযোগিতা ছাড়া চোরাচালান সম্ভব না। ভারত আন্তর্জাতিক সব রীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশি নাগরিক হত্যা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক আদালতে সীমান্তে হত্যার দায়ে মামলা করতে হবে।

লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, মুসলিম লীগের মহাসচিব জুলফিকার বুলবুল চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. নুরল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
এইচএমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।