ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরের পথে ৬ বন্ধু, লাশ হলেন ৩ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
চাঁদপুরের পথে ৬ বন্ধু, লাশ হলেন ৩ জন

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ পরিবহনের বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার ধেররা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বেলাশ্বর এলাকার বাসিন্দা মো. সোহাগ (৩০) হোসেন, মো. মনির হোসেন (৩০) ও মো. সুজন হোসেন (২৬)।

নীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, তারা ৬ জন দুই মোটরসাইকেলযোগে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুর ঘুরতে যাচ্ছিলেন। পথে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা নামক এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে কুমিল্লাগামী একটি বোগদাদ পরিবহনের বাস দু’টি মটর সাইকেলের একটিকে ধাক্কা দেয়। এতে মটরসাইকেলটি অক্ষত থাকলেও তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান। এ সময় সড়কের দুই দিকে শতাধিক গাড়ি আটকা পড়ে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

এদিকে ঘটনার পর স্থানীয়রা বাসটিকে হাজীগঞ্জ বাজারে আটক করতে সক্ষম হন। কিন্তু চালক পালিয়ে যান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বাংলানিউজকে বলেন, মরদেহ সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।