ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ

খুলনা: খুলনায় বন্ধ জুট স্পিনার্স, আফিল, মহসেন, সোনালী, অ্যাজাক্স জুট মিল চালু, বকেয়া পাওনা পরিশোধ, সম কাজে সম মজুরি দেওয়াসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকরা।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে মহানগরের শিরোমনি শহীদ মিনার চত্বরে জুট স্পিনার্স মিলের সাধারণ শ্রমিক-কর্মচারী ও বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের যৌথ উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সোনালী জুট মিলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সংগঠনের সহ-সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা কাবিল হোসেন, নিজাম উদ্দিন, অ্যাজাক্স জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ওয়াহিদ মুরাদ, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আসহাফ উদ্দীন, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মো. আলাউদ্দিন, কেসমত, হোসেন আলী, আনসার, জাহাঙ্গির হোসেন, আবু তালেব, জামাল, আতাউর, সালাম, সবুর, আলম, কাশেম, আলম, আব্দুর রশিদ, নুর ইসলাম, বাবুল, সোনালী জুট মিল শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, মো. বাবুল খান, লুৎফর রহমান, কাশেম মুন্সি, মোকসেদ মোল্লা প্রমুখ।

জনসভা শেষে খুলনা যশোর মহাসড়কে এক বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। শ্রমিক জনসভায় নেতারা বলেন, আগামী ৬ ডিসেম্ভর সকাল ১০টায় ফেডারেশনের নেতারা সোনালী জুট মিল শ্রমিক ইউনিয়নে জরুরি সভা ও ৮ ডিসেম্বর সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করবেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।