ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিয়ের ২ মাসের মাথায় দুর্ঘটনায় প্রাণ গেল কাভার্ডভ্যান চালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
বিয়ের ২ মাসের মাথায় দুর্ঘটনায় প্রাণ গেল কাভার্ডভ্যান চালকের

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবু নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে নগর জলফৈ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. নবীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাবু রাজধানীর মুরাদপুর এলাকার মো. সেতুর ছেলে। তিনি গত অক্টোবর মাসে বিয়ে করেছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বাংলানিউজকে জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। অপর দিকে ঢাকা থেকে আসা ছোট কাভার্ডভ্যান ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আর কাভার্ডভ্যানটি রাস্তায় উল্টে যায়। এতে কাভার্ডভ্যানের চালকের ডান হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাস চালক জাহাঙ্গীর হোসেন আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।