ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবীনগর থানা ফটকের সামনে সংঘর্ষ, পুলিশসহ আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
নবীনগর থানা ফটকের সামনে সংঘর্ষ, পুলিশসহ আহত ৮

ব্রাহ্মণবাড়িয়া: পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা ফটকের সামনে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

শনিবার (০৪ নভেম্বর) বিকেলে এ ঘটনায় ৩ পুলিশসহ ৮ জন আহত হন।

 

আহতরা হলেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ, এসআই আসরাফুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন, শাওন মিয়া (৩০), কাউছার মিয়া (৪৫), ছুবুর মিয়া (৩০), পাবেল মিয়া (৩৪), রাজিব (৩০)।  

স্থানীয়রা জানায়, উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং, নবীপুর ও পৌরসভার আলমনগর গ্রামের যুবকদের মধ্যে গত কয়েক মাস ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শাওন নামে এক যুবককে শ্রীরামপুর এলাকায় সিএনজি থেকে নামিয়ে মারধর করার সংবাদ পায় তার মামা কাউসার মিয়া। তখন কাউছার থানায় একটি সালিশি সভায় ছিলেন। খবর পেয়ে কাউছার সেখান থেকে বের হয়ে থানা গেটের সামনে বের হলে আলমনগর গ্রামের রাজিব ও রবিনের সঙ্গে কাউছারের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুইপক্ষের লোকজন থানার গেইটে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে ৩ পুলিশসহ ৮ জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসতালে নেওয়া হলে দ্বিতীয় দফায় সংঘর্ষে লিপ্ত হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বাংলানিউজকে বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ৫ জনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।