ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে কফিন মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে কফিন মিছিল শাহবাগে কফিন মিছিল। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): নিরাপদ সড়কের দাবিতে কফিন মিছিল করেছেন শিক্ষার্থীরা।  

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মিছিল বের করা হয়।

 

মিছিলটি জাতীয় জাদুঘর, গ্রন্থাগার, ঢাবির চারুকলা হয়ে টিএসসির রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।  

এতে বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটির মাস্টার্সের ছাত্র ইনজামামুল।  

তিনি বলেন, আমাদের দাবি নিয়ে অনেক মন্ত্রী-এমপি বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন। আমরা এর নিন্দা জানাচ্ছি। তাদের বক্তব্য জাতির সামনে ক্লিয়ার করার আহ্বান জানাচ্ছি। আমরা নিরাপদ সড়কের দাবিতে সোমবার (৬ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করবো। একইসঙ্গে প্রতিবাদী গানের আসর অনুষ্ঠিত হবে।  

ইনজামাম বলেন, আজকে নিরাপদ সড়কের দাবিতে ১৮ জেলায় কর্মসূচি পালিত হয়েছে। বরিশালে বাধা দেওয়া হয়েছে। ১৫ জেলায় প্রশাসকেদের নিকট স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা ঢাকায় রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেব।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।