ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নোনা নদীর (যাদুরাণী বড় ব্রিজ) পানিতে ডুবে সাব্বির হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

রোববার (৫ ডিসেম্বর) সকালে রংপুর থেকে ডুবুরি দল এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। এর আগে শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে নদীতে ডুবে যায় শিশুটি।  

মৃত সাব্বির হোসেন নন্দগাঁও (গণাগাছি) গ্রামের আনোয়ারের ছেলে ও জীবিত উদ্ধার হওয়া মোস্তাফিজুর রহমান (৪) নন্দগাঁও (ধানহাটী) গ্রামের আব্দুল মতিনের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে নোনা নদীর (যাদুরাণী বড় ব্রিজ) পশ্চিম পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় সাব্বির ও মোস্তাফিজুর। ব্রিজে কাজে থাকা নির্মাণ শ্রমিক শিশু মোস্তাফিজুরকে দেখতে পায় এবং পানিতে থেকে তাকে জীবিত উদ্ধার করে৷ পরে শিশুটিকে জিজ্ঞাসা করা হলে সে বলে আমার সঙ্গে সাব্বির নামে আরও একজন ছেলে ছিল সে আগে পানিতে পড়ে ডুবে গেছে। পরে থবর দেওয়া হলে হরিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে রংপুরের ডুবুরি টিমকে খবর দেয়। রোববার সকালে ডুবুরি দল এসে কয়েক ঘণ্টার চেষ্টায় সাব্বিরের মরদেহ উদ্ধার করে।

হরিপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, গতকাল বিকেলে শিশুটি পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা উদ্ধার অভিযান চালায়। কিন্তু ব্যর্থ হলে আমরা রংপুর অফিসে খবর দেই। রংপুর থেকে ডুবুরি টিম এসে কয়েকঘণ্টা চেষ্টার পর শিশুটির মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।