ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বুকে পিস্তল ঠেকিয়ে ২ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
সৈয়দপুরে বুকে পিস্তল ঠেকিয়ে ২ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ফিল্মি স্টাইলে এক ডিম ব্যবসায়ীর একটি পিকআপভ্যান থামিয়ে ২ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  

রোববার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শহরের উপকণ্ঠে ওয়াপদা রেলওয়ে ঘুণ্টির অদূরে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

 

ছিনতাই হওয়া টাকাগুলো সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের আব্বাস ভ্যারাইটিস স্টোর নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলামের (কাল্লু) বলে জানা গেছে।  

জানা যায়, সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের আব্বাস ভ্যারাইটিস স্টোর নামে ডিম ব্যবসায়ী একটি প্রতিষ্ঠানের ডিম সংগ্রহের কাজে নিয়োজিত পিকআপভ্যানের চালক মো. আব্দুল বারেক এবং তার সহকারী মো. আতিকুল ইসলাম ও আশফাকুল আলম। ঘটনার দিন সকালে তারা একটি পিকআপভ্যান নিয়ে ডিম সংগ্রহের জন্য সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কে দহলা ব্রিজ সংলগ্ন গোডাউন থেকে লালমনিরহাটের পাটগ্রামে যাওয়ার উদ্দেশে রওনা দেন। এ সময় তাদের পিকআপভ্যানে একটি ব্যাগের মধ্যে ডিম কেনার ২ লাখ ৮৫ হাজার টাকা ছিল। সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে তারা ওয়াপদা রেলওয়ে ঘুণ্টির অদূরে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ে দুই ব্যক্তি পেছন থেকে এসে তাদের পিকআপভ্যানটির গতিরোধ করে। এ সময় তারা (ছিনতাইকারী) প্রথমে সাইড দেওয়া নিয়ে পিকআপচালক আব্দুল বারেকের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়ায়। পরে তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই চালকের বুকে একটি পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। এ ঘটনার পর পিকআপ চালক আব্দুল রাবেক সঙ্গে সঙ্গে মালিক শফিকুল ইসলাম কাল্লুকে মোবাইলে বিষয়টি জানান। পরে মালিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন।

আব্বাস ভ্যারাইটিস স্টোরের স্বত্ত্বাধিকারী মো. শফিকুল ইসলাম কাল্লু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শ্বাসকষ্টজনিত কারণে কিছুটা অসুস্থ থাকায় থানায় এখনো অভিযোগ করতে পারেনি। তবে থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানান তিনি।

এর আগে গত ২২ নভেম্বর শহরের সৈয়দপুর-পার্বতীপুর রোড়ের কদমতলী এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে একই ডিম ব্যবসায়ীর পিকআপভ্যান থেকে ৬১ হাজার ৫শ’ টাকা ছিনতাই হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।