ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম

বরগুনা: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানাবৃষ্টিপাতের কারণে শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হওয়ায় গত চারদিন ধরে বাজারে সবজির দাম বৃদ্ধি পেলেও বর্তমানে কমতে শুরু করেছে।

বুধবার (৮ ডিসেম্বর) সকালে বরগুনা পৌর কাচাবাজার ঘুরে পর্যাপ্ত শীতকালীন সবজির সরবরাহ চিত্র দেখা যায়।

টানা বৃষ্টিপাতে পরবর্তী সময়ে বরগুনায় কমতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন সবজির দাম, চাল কুমড়া প্রতি পিস ৩০ টাকা, টমেটো ৬০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বর্তমানে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, বরবটি ৫০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বেগুন ৪০ টাকা, করলা ৬০ টাকা, আলুর বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি। পেঁয়াজের দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। পটল ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, লতি ৩০ টাকা, কচুর গাট ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও বিভিন্ন সবজির দাম আগের ধরে বিক্রি করতে দেখা গেছে।

সবজি বিক্রেতা কিরন বাংলানিউজকে বলেন, প্রতিদিন স্থানীয় সবজি বাজারে স্থান না পেলেও বরিশাল পটুয়াখালীসহ বিভিন্ন অঞ্চলের সবজি বরগুনায় পরিবহনে পর্যাপ্ত সরবরাহ লক্ষ্য করা গেছে। দূরবর্তী অঞ্চল থেকে সবজি আসা বিষয়টি নিশ্চিত করেছেন পাইকারি সবজি বিক্রেতারা।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।