ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ২ ব্যক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ২ ব্যক্তি

ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় দুই ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। বুধবার (০৮ ডিসেম্বর) দুপুরে ফার্মগেট ও উত্তর বাড্ডা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

তারা হলেন- তিতাস গ্যাস কোম্পানির ঠিকাদার মো. তোফায়েল হোসেন (৩৭) ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৫৫)।

তোফায়েলের মামাতো ভাই পারভেজ হোসেন জানান, তোফায়েলের বাসা মুগদায়। খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় কাজ শেষে দুপুরে বিআরটিসি বাসে বাসায় ফিরছিলেন। বাসের ভেতর স্টাফরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে ফার্মগেটের আল রাজি হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে সেখানে যান পারভেজ। তিনি তোফায়েলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তার স্টোমাক ওয়াশ করা হয়। তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পারভেজ।

অপরদিকে, একই দিনে উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের নিচে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. শাহেদুল বারী ইমন বলেন, ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে সেখানে অনেক লোক ভিড় করেন। তারা বলছিলেন, বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। পরে বাসের স্টাফরা তাকে ওই স্থানে নামিয়ে রেখে যায়।

ইমন আরও জানান, ঢামেক হাসপাতালে স্টোমাক ওয়াশের পর ওই ব্যক্তিকে মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, বিকেলে তাদের হাসপাতালে নিয়ে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞানপার্টির সদস্যরা তাদের কাছ থেকে কী কী হাতিয়ে নিয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।