ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ৩ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
লক্ষ্মীপুরে ৩ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল লক্ষ্মীপুরে ৩ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মোট ২ লাখ ৯৮ হাজার ২৯৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজ শুরু হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

পৌরসভার ৬নং ওয়ার্ড রেহান উদ্দিন ভূঁইয়া বাড়ি কেন্দ্রে পৌরসভার নবনির্বাচিত মেয়র মোজাম্মেল হায়দার মাসুম শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬-১১ মাস বয়সী ৩৩ হাজার ৩৪০ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৬৪ হাজার ৯৫৭ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার ৫টি উপজেলায় ও লক্ষ্মীপুর পৌরসভার ১৯৪ টি ওয়ার্ডের ১৪৮১ টি কেন্দ্রে ৩৫৯৩ জন স্বাস্থ্যকর্মী ও ২৯৫১ জন সেচ্ছাসেবক এ কার্যক্রমের দায়িত্বে রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।