ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৩ দিনের সাংস্কৃতিক উৎসব শেষ হচ্ছে আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
মাগুরায় ৩ দিনের সাংস্কৃতিক উৎসব শেষ হচ্ছে আজ

মাগুরা: মাগুরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে  আয়োজিত তিন দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসব শেষ হচ্ছে মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে এ উৎসব শুরু হয়।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ড, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা তথ্য অফিসার রেজাউল করিমসহ অনেকে।

প্রথম দিনের সাংস্কৃতিক উৎসবে অনুষ্ঠিত হয় এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি, বিতর্ক প্রতিযোগিতা, প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ। এছাড়া দেশীয় বাদ্যযন্ত্রের সঙ্গে তথ্য মন্ত্রণালয় ও গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীরা আব্দুল আলী, বিজয় সরকার, লালন, বাউল শাহ আব্দুল করিম, রাধা রমনসহ অসংখ্য বাউল শিল্পীদের লেখা বাউল গান পরিবেশন করেন। আব্দুল আলিম, সনদ কুমার বিশ্বাস, শরিফ সাধু, বংশীবাদক আনছার আলী, তবলাবাদক তপন মজুমদারের পরিবেশনাও ছিল এদিন। ২১ ডিসেম্বর বিকেলে শেষ হচ্ছে এ উৎসব।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।