ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নামাজে সেজদারত অবস্থায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
নামাজে সেজদারত অবস্থায় নারীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নামাজে সেজদারত অবস্থায় ফজিলাতুন্নেসা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামে রোববার (১৯ ডিসেম্বর) রাতে এশার নামাজের সময় এ ঘটনা ঘটে।

 

মৃত ফজিলাতুন্নেসা উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামের মো. নূরু মিয়ার স্ত্রী। তিনি ৮ মেয়ে ও ১ ছেলের জননী ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী নুরু মিয়াকে ওজু করার জন্য পানি গরম করে দেন ফজিলাতুন্নেসা। পরে ফজিলাতুন্নেসা ও তার স্বামী নুরু মিয়া ওজু করে রোববার রাতে এশার নামাজ পড়তে শুরু করেন। ফজিলাতুন্নেসা সেজদায় গিয়ে আর মাথা না উঠিয়ে এভাবেই থাকেন। স্বামী নুরু মিয়া তাকে ডাকাডাকি করলে ও সারা না দিলে শরীরে হাত দিতেই ফজিলাতুন্নেসা ঢলে পড়েন। এ সময় তার (ফজিলাতুন্নেসা) মৃত্যু হয়। নামাজরত অবস্থায় তার (ফজিলাতুন্নেসা) মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শতশত নারী-পুরুষ ভিড় করেন।  

মৃত ফজিলাতুন্নেসার স্বামী মো. নুরু মিয়া জানান, তার স্ত্রী অত্যন্ত সহজ সরল ও ভালো মানুষ ছিলেন। তার স্ত্রী নামাজরত অবস্থায় মারা গেছেন। স্ত্রীর জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।