ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জিয়া বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিলেন: পর্যটন প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
জিয়া বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিলেন: পর্যটন প্রতিমন্ত্রী পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকে ধারাবাহিকভাবে জিয়াউর রহমান ও ’৭১ এর পরাজিত শক্তি বাংলাদেশকে একটি মিনি পাকিস্তানে রূপান্তরিত করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত মিলনায়তনে ‘মুজিব’স বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এই সেমিনারের আয়োজক।

প্রতিমন্ত্রী বলেন, বাঙালি জাতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। দেশ পুনর্গঠনের ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে গেছি।

তিনি বলেন, আমাদের বিজয়কে নষ্ট করার পরিকল্পিত ষড়যন্ত্র দেখেছি ২১ বছর যাবৎ। আমাদের টেলিভিশনে কোনোদিন মুক্তিযুদ্ধের কথা শুনতে পারবো বা ৭ মার্চের ভাষণ দেখতে পারবো- আমাদের কল্পনায় ছিল না। এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল।

ছবি: রাজীন চৌধুরী

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন বিশ্বের বুকে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে। সফলও হয়েছিলেন। আমি অনেক বিদগ্ধ ব্যক্তির কাছে শুনেছি, বিদেশে বাংলাদেশের পরিচয় দিতে গিয়ে মানুষ জানতে চেয়েছেন কোন বাংলাদেশ? তখন কোনো পরিচয়ে মানুষ বাংলাদেশকে চিনতে পারেনি। তারা নিজেরাই জানতে চেয়েছেন- ‘মুজিব’স বাংলাদেশ’?

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ইউনেস্কো এক্সিকিউটিভ বোর্ডের বাংলাদেশ প্রতিনিধি তারিক সুজাত, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমএমআই/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।