ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, গ্রেফতার দুই

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, গ্রেফতার দুই

ঢাকা: রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে গাঁজাসহ দুজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার গুলশান বিভাগ। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতার মাদক কারবারীরা হলেন- মো. রুবেল হোসেন ও মো. গোলাপ। এ সময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) দেবাশীষ কর্মকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার দিনগত রাতে বাড্ডা থানার হাকিম টাওয়ার শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে মাদক কারবারীদের গ্রেফতার করা হয়। মাদক কারবারীরা সাদা রঙের একটি প্রাইভেটকারে বিপুল পরিমান গাঁজা নিয়ে ঢাকায় আসছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল ও গোলাপকে গ্রেফতার করা হয়। প্রাইভেটকারে তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা যায়, রুবেল ও গোলাপ ব্রাহ্মনবাড়ীয়া জেলার সীমান্ত এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারের মাধ্যমে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করার জন্য নিয়ে আসছিলেন।

গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এসজেএ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।