ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে জালভোট দেয়ায় ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
চাঁদপুরে জালভোট দেয়ায় ৩ জনের কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচনে বাকিলা ইউনিয়নে ব্যালট নিয়ে অবৈধভাবে জালভোট দেয়ায় মো. সফিক ও আনোয়ার হোসেন নামে দুইজনকে ১ বছর করে কারাদণ্ড এবং পারভেজ নামে আরেকজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ থানায় সংক্ষিপ্ত আদালত পরিচালনা করে কারাদণ্ড দেন চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, ২ নম্বর বাকিলা ইউনিয়নের ফুলচোঁয়া ভোট কেন্দ্রে অবৈধভাবে ব্যালট নিয়ে ভোট দেয়ার অপরাধে সফিক ও আনোয়ার নামে দুইজনকে আটক করে পুলিশ এবং লোধপাড়া কেন্দ্রে অবৈধভাবে জাল ভোট দেওয়ার অপরাধের ফারভেজ নামে একজনকে আটক করা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১০ এর ধারা ক,ঘ ও ঙ অনুযায়ী এ সাজা দেওয়া হয়।

চতুর্থ ধাপে আজ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১টি ও শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে হাজীগঞ্জ একটি ও শাহরাস্তিতে দু’টি ইউনিয়নে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ হয়।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।