ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লঞ্চে অগ্নিকাণ্ড: স্বজনদের নমুনা সংগ্রহে বরগুনায় মাইকিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
লঞ্চে অগ্নিকাণ্ড: স্বজনদের নমুনা সংগ্রহে বরগুনায় মাইকিং

বরগুনা: বরগুনার পোটকাখালী গণকবরে ২৩টি অজ্ঞাত পরিচয় মরদেহ শনাক্ত করতে স্বজনদের নমুনা দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন।

রোববার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে বরগুনা পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয় মরদেহ শনাক্ত করতে সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউজ প্রাঙ্গনে ঝালকাঠি, বরিশাল ও বরগুনার নিখোঁজদের স্বজনের নমুনা নেওয়া হবে। নমুনা সংগ্রহের জন্য ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালীর নেতৃত্বাধীন একটি মেডিক্যাল টিম কাজ করবে।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত, নিখোঁজ ও যাত্রীদের বিষয়ে যেকোনো তথ্য জানতে জেলা প্রশাসন কন্ট্রোল রুম নম্বর চালু করেছে। ইতোমধ্যে আমরা বেশ কিছু স্বজনদের তালিকা তৈরি করেছি। মাইকিং ও টেলিফোনের মাধ্যমে তাদের নমুনা দেওয়ার কথা জানানো হয়েছে। অধিকাংশ স্বজনরা সোমবার আসবেন বলে আমাদের জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।