ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বজনদের নমুনা সংগ্রহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
স্বজনদের নমুনা সংগ্রহ শুরু

বরগুনা: অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের দাবীদারদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেল চারটায় দিকে বরগুনায় সদর হাসপাতালে ৩৫ স্বজনদের নমুনা সংগ্রহের কাজ শুরু হয়।

ঢাকা থেকে আসা সিআইডির ফরেনসিক ল্যাবের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বিকেলে বরগুনা সদর হাসপাতালে নিহতের দাবীদারদের এই নমুনা সংগ্রহের কাজ করছেন।

বরগুনার পোটকাখালী গণকবরে দাফন করা ২৩টি মরদেহর পরিচয় শনাক্ত করতে স্বজনদের নমুনা দেওয়ার আহ্বান জানিয়ে ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় যাত্রীবাহী লঞ্চ এমভি অভিযান-১০। এটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে আসছিল। অগ্নিকাণ্ডে নিহত ৪১ জনের মধ্যে ৩৭ জনই বরগুনার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায়। ঝালকাঠি থেকেই বরগুনার চারটি মরদেহ শনাক্ত করে নিয়ে যান স্বজনরা।

>>>আরও পড়ুন: লঞ্চে অগ্নিকাণ্ড: স্বজনদের নমুনা সংগ্রহে বরগুনায় মাইকিং

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এইচএমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।