ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মেট্রোরেলের কর্মী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
রাজধানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মেট্রোরেলের কর্মী নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন লেক রোডে সড়ক দুর্ঘটনায় হুমায়ুন (৩৫) নামে এক মেট্রোরেলের কর্মী নিহত হয়েছেন। ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আলম বলেন, সন্ধ্যার পরে লেক রোডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন ওই ব্যক্তি। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের সঙ্গে থাকা একটি মোবাইল থেকে তার নাম জানা গেছে।

তিনি আরও বলেন, আশপাশের মানুষ গাড়িটি সম্পর্কে সঠিকভাবে বলতে পারেনি। কেউ বলছে সেটি একটি প্রাইভেটকার ছিল, আবার কেউ বলছেন সিএনজি চালিত অটোরিকশা। আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি। পাশাপাশি নিহতের বিস্তারিত পরিচয় জানারও চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।