ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ফেসবুকে প্রেম,পরে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৭, ডিসেম্বর ২৮, ২০২১
ফেসবুকে প্রেম,পরে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

ঢাকা: কারাজধানীর মতিঝিলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রেমের প্রলোভনে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলা আসামি শিমুল আহমেদকে গ্রেফতারর করেছে পুলিশ।

সোমবার (২৭ ডিসেম্বর) ওই কিশোরীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করলে পুলিশ অসামিকে গ্রেফতার করেন।

কিশোরীর স্বজনরা অভিযোগ করে জানান, স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণিতে পড়ে সে। কয়েকদিন আগে ফেসবুকের মাধ্যমে শিমুল আহমেদ (২৭) নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই সূত্র ধরে গতকাল রোববার সকাল ১১টার দিকে ওই যুবক তাদের বাসায় আসে। এসময় মেয়েটির বাবা-মা কেউ বাসায় ছিলো না। তখন কিশোরীকে ধর্ষণ করে শিমুল। পরে বিষয়টি জানতে পেরে থানায় গিয়ে মামলা দায়ের করেন কিশোরীর বাবা।

পরে থানা পুলিশ শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে ভর্তি করায়।

এবিষয়ে জানতে চাইলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এছাড়া মতিঝিল থানার ডিউটি অফিসার (এসআই) আবু জাফর জানান, এই মামলায় শিমুল আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ