ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী লিটনকে টমটম উপহার দিলেন এমপি কমল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
প্রতিবন্ধী লিটনকে টমটম উপহার দিলেন এমপি কমল

কক্সবাজার: প্রতিবন্ধী এক রিকশাচালককে ইজিবাইক (টমটম) উপহার দিয়ে মানবতার আরও একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) আলহাজ সাইমুম সরওয়ার কমল।  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‌‘মুজিববর্ষ’ উপলক্ষে সম্প্রতি রামুস্থ এমপি কমলের বাড়ি ‘ওসমান ভবন’ এ আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী দুলাল দে লিটনের হাতে এ ইজিবাইক (টমটম) ও চাবি তুলে দেন তিনি।

এ সময় সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, কক্সবাজার শহরের লিটন সবারই পরিচিত মুখ। তার বাম পা নেই। তিনি খুড়িয়ে খুড়িয়ে হাঁটতো। লিটন অতিকষ্টে রিকশা চালিয়ে পর্যটক ও স্থানীয়দের সেবার পাশাপাশি সংসার চালাতেন। তার এই কষ্টের কথা বিবেচনা করে মুজিববর্ষের এ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে তাকে একটি ইজিবাইক উপহার দিয়েছি।

টমটম পেয়ে প্রতিবন্ধী দুলাল দে লিটন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি কান্নাজড়িত কন্ঠে বাংলানিউজকে বলেন, পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ চালাতে অনেক বছর ধরে কক্সবাজার শহর ও রামুতে প্যাডেল মেরে রিকশা চালাতাম। আমাদের এমপি কমল আমার কষ্ট দেখে আমাকে একটি ইজিবাইক (টমটম) উপহার দিয়ে আমার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমি খু্ব খুশি। আজীবন আমি ও আমার পরিবার তার প্রতি কৃতজ্ঞ থাকবো।  

প্রতিবন্ধী লিটন আরও বলেন, শুধু এই টমটম নয়, তিনি আমাকে যেখানেই পেতেন আর্থিক সহযোগিতা করতেন।

রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক খালেদ শহীদ জানান, এমপি কমল একজন মানবদরদী নেতা, গরিবের বন্ধু। শুধু তাই নয়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত এমন নেতা আসলেই বিরল।
 
‘বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মহামারির এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন’ বলে-যোগ করলেন খালেদ শহীদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামু উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা নুরুল হক, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, সাংবাদিক সোয়েব সাঈদ, ছাত্রলীগ নেতা তসলিম উদ্দিন সোহেল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।