ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেউ জলন্ত চুলার মধ্যে আমাকে ফেলে দিয়েছে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
কেউ জলন্ত চুলার মধ্যে আমাকে ফেলে দিয়েছে!

বরিশাল: ‘সেদিন মধ্যরাত ৩টার দিকে বিকট এক শব্দে আমার ঘুম ভেঙে যায়। কিছু বুঝে ওঠার আগেই লঞ্চের সব বাতিগুলোর আলো নিভে যায়।

মনে হয়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বৈদ্যুতিক গোলোযোগ দেখা দেয়। নিচতলা থেকে মানুষের ‘আগুন আগুন’ শব্দ করে চিৎকার। তখন সবাই বুঝতে পারি লঞ্চে আগুন লেগেছে। লঞ্চের বাহিরে লাল আভার মতো দেখা যাচ্ছিল। সেই আগুন লাগার কিছু সময়ের মধ্যেই ডেক গরম হয়ে উঠতে শুরু করে। ধীরে ধীরে তাপের কারণে কেউ ঠিকভাবে দাঁড়াতে পারছিলাম না। আগুনের তাপে রেলিংগুলোও গরম হয়ে গিয়েছিল। তারমধ্যে অন্ধকারে সবাই আরও আতঙ্কিত হয়ে পড়ে। প্রাণে বাঁচতে নিচতলায় নামতে গিয়ে দেখি গেটে তালা ঝুলছে। একপর্যায়ে মানুষের ধাক্কাধাক্কিতে অন্ধকারে লঞ্চের ডেকে পড়ে যাই। এতে আমার পা, মুখ ও হাত আগুনের তাপে ঝলসে যায়। মনে হচ্ছিল কেউ জলন্ত চুলার মধ্যে আমাকে ফেলে দিয়েছে। অনেক কষ্টে ওঠে দোতলা থেকে নদীতে ঝাঁপ দেই’।

বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মহিউদ্দিন খান এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার রাতে কথা স্মরণ করে এসব কথা বলেন।

বরগুনার পাথরাঘাটা উপজেলার এই বাসিন্দা আরো বলেন, আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই যাত্রীরা আগুন আগুন বলে ছোটাছুটি শুরু করেন। লঞ্চের সবাই এতটাই আতঙ্কিত ছিল যে কেউ আগুন নেভানোর ন্যূনতম চেষ্টা পর্যন্ত করেননি।  

আর নদীতে ঝাঁপ দেওয়ার পর কিভাবে সাঁতরে ভেসে ছিলাম আর কিভাবে তীরে আসলাম, কীভাবে বাঁচলাম তার কিছুই মনে নেই। তবে, গ্রামবাসী আমাকে উদ্ধার করে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে আমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপর সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।  

তার মতে, লঞ্চের বিভিন্ন স্থানের গেট আটকানো না থাকলে হয়তো অনেক মানুষ বেঁচে যেত।

মহিউদ্দিন খান ঢাকার মোহাম্মদপুরে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। প্রায় ৫ মাস পর ৭ দিনের ছুটিতে স্ত্রী ও দুই ছেলে সন্তানের সঙ্গে সময়কাটাতে আসছিলেন তিনি।

আহত মহিউদ্দিনের শ্যালক মিরাজ হোসেন জানান, ঘটনা শোনার পর খোঁজ নিয়ে জানতে পারেন দুলাভাই হাসপাতালে ভর্তি। আর এ খবর শুনেই আপা অসুস্থ হয়ে পরেন, ভাগনেরা তেমন একটা ভালো নেই।  

এর আগে, ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা অন্তত ৪৩ এর গিয়ে দাঁড়িয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।