ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাজারীকে এক নজর দেখতে স্বজন-ভক্তদের আকুতি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
হাজারীকে এক নজর দেখতে স্বজন-ভক্তদের আকুতি অ্যাম্বুলেন্সকে ঘিরে মানুষের ভিড়

ফেনী: প্রয়াত আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন হাজারীকে এক নজর দেখতে তার ফেনীর মাস্টার পাড়ার হাজী আবদুল গনি হাজারী বাড়ির সামনে ভিড় করেছেন ভক্ত সমর্থকরা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তার মরদেহবাহী ফ্রিজার অ্যাম্বুলেন্সটি এলাকায় এসে পৌঁছে।

এ সময় হুমড়ি খেয়ে পড়েন স্বজন ও তার ভক্তরা। হাজারীকে এক নজর দেখার জন্য আকুতি জানান সবাই। এরপর তাকে নেওয়া হয় তার বাড়ি শৈল কুঠিরের মুজিব উদ্যানে। সেখানে সর্ব সাধারণ তাকে শেষ দেখা দেখেন।

জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পর ফেনী পাইলট মাঠে নেওয়া হবে। সেখানে বিকাল সাড়ে ৪টায় তার নামাজে জানাজা হবে। জানাজা শেষে মুজিব উদ্যানে তাকে সমাহিত করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসএইচডি/জেডএ
**জয়নাল হাজারী আর নেই

**জয়নাল হাজারীর মৃত্যু: সমাবেশ স্থগিত করলো বিএনপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।