ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিত, তদন্তের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিত, তদন্তের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জ: মহান বিজয় দিবসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার সেই ঘটনাটি এবার আদালত পর্যন্ত গড়াল। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের আমলি আদালত, শিবগঞ্জের বিচারক স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।


 
আমলি আদালত, শিবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর আগামী ২৪ জানুয়ারির মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামকে (শিক্ষা ও আইটি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের প্রথম কার্যবিধি হিসেবে (ক্রিমিনাল মিস কেস নং-১) সোমবার (২৭ ডিসেম্বর) এ আদেশ দেওয়া হয়।  

আদালত সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে শিবগঞ্জে গত ১৯ ও ২৫ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সনুকে লাঞ্ছিত করার যে সংবাদটি প্রকাশিত হয়, তা আদালতের নজরে আসে। সংবাদটিতে শিবগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বজলার রশিদ সনুকে আতিকুল ইসলাম টুটুল নামে এক ব্যক্তি সংবর্ধনা মঞ্চেই লাঞ্ছিত করেন, যা বাংলাদেশের অস্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। ঘটনাটি দেশ ও জাতির জন্য লজ্জাজনক ও অশনি সংকেত এবং ফৌজদারি অপরাধ। তাই এ অপরাধটি কাদের দ্বারা সংঘটিত হয়েছে তা শনাক্ত করতে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এবং ১৯০(১)৯(সি) ধারায় স্বপ্রণোদিত হয়ে বিচারক তদন্তের নির্দেশ দেন।

কে বা কারা, কেন এবং কীভাবে ঘটনাটি ঘটিয়েছে তার বিস্তারিত ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচিপত্র প্রস্তুতের পাশাপাশি অভিযুক্তদের শনাক্তকরণ ও সাক্ষীদের জবানবন্দি প্রস্তুতের জন্য আদেশে আগামী ২৪ জানুয়ারির মধ্যে বিচারক তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। একইসঙ্গে প্রকাশিত সংবাদমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিদের জবানবন্দি ও স্থানীয় সাক্ষীদের জবানবন্দি নেওয়ার নির্দেশ দেওয়া হয় আদেশে।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম (শিক্ষা ও আইটি) বলেন, আমি তদন্তের নির্দেশ পেয়েছি। মন্তব্যের কিছু নেই। তদন্ত করে যথা সময়ে আদালতে উপস্থাপন করা হবে।  

প্রসঙ্গত, শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় চলতি মাসের ১৬ ডিসেম্বর। সেদিন বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনুর বক্তব্য চলাকালে তার মাইক বন্ধের সঙ্গে সঙ্গে মঞ্চে বাকবিতজ্ঞা ও ধাক্কাধাক্কির একপর্যায়ে রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার সব বরী মুক্তিযোদ্ধাদের ব্যানারে ডাক বাংলোর সামনে এক মানববন্ধন আয়োজন করেন বজলার রশিদ সনু। পরে পাল্টা কর্মসূচি হিসেবে সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে ডাক বাংলো চত্বরে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আতিকুল ইসলাম টুটুল। এরপর চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে একই ঘটনায় সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধার ব্যানারে ২৩ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় প্রশাসনের তদন্ত দাবি করে সংবাদ সম্মেলন করেন বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।