ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশ খুঁজে না পেলেও দিব্বি শপথ নিলেন পলাতক চেয়ারম্যান!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
পুলিশ খুঁজে না পেলেও দিব্বি শপথ নিলেন পলাতক চেয়ারম্যান!

রাজশাহী: নারী ঘটিত কেলেঙ্কারির পর পলাতক রয়েছেন নব-নির্বাচিত চেয়ারম্যান। এমনটাই দাবি করছে পুলিশ।

অথচ সশরীরে গিয়েই শপথ নিয়েছেন সেই চেয়ারম্যান! ওই চেয়ারম্যানের নাম সোহেল রানা। গত ২০ ডিসেম্বর তিনি চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন। তবুও রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করতে পারেনি বেয়ালিয়া থানা পুলিশ। ঘটনার দিন তার সঙ্গে আটক হওয়া তরুণীকে কারাগারে পাঠানো হলেও চেয়ারম্যান সোহল রানার ব্যাপারে পুলিশ এখনও উদাসীন।

এর আগে রাজশাহীর নিউমার্কেট সংলগ্ন থিম ওমর প্লাজায় থাকা নিজ ফ্ল্যাটে তরুণীসহ আপক্তিকর অবস্থায় হাতেনাতে পুলিশের কাছে ধরা পড়েন গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যান সোহেল রানা। তবে থানায় নিয়ে আসার সময় পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যান সোহেল। এর পর থেকে পুলিশের কাছে তিনি পলাতক। যদিও এ ঘটনায় মামলা করে ওই আটক তরুণীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আর চেয়ারম্যান পালিয়ে গেলেও ঘটনাটি অধর্তব্য অপরাধ বলছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ।

রাজশাহী মহানগরের শিরোইল ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর আলী জানান, অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে থিম ওমর প্লাজায় ফ্ল্যাট থেকে এক তরুণীসহ সোহেল রানাকে আটক করা হয়। ফ্ল্যাট থেকে বের করে থানায় নেওয়ার সময় সোহেল পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক।

আর চেয়ারম্যান পলাতক প্রশ্নে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ওই চেয়ারম্যানের অপরাধ ধর্তব্য নয়। তার নামে ওই তরুণী কিংবা তার পরিবার কোনো অভিযোগ দেয়নি। তারপরও মামলাটি ট্রায়ালে আছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১১ নভেম্বর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হন সোহেল রানা। শপথ গ্রহণের আগেই গত ৯ ডিসেম্বর রাজশাহী মহানগরের একটি অভিজাত ফ্ল্যাটে তরুণী নিয়ে অসামাজিক কাজে জড়িয়ে পুলিশের হাতে ধরা পড়েন। পরে সেই ভিডিও ভাইরাল হয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।