ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
রাঙামাটিতে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি: রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই শতাধিক প্রতিবন্ধী ও দুস্থ মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়। আমরা যদি সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই তারা দেশের সম্পদে পরিণত হবে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপ বেড়েছে। অসহায় মানুষগুলো শীতে কষ্ট না পায় সেজন্য তাদের পাশের দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

প্রতিষ্ঠানটির সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহম্মদের সভাপতিত্বে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ওমর ফারুক, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দিন মিটু, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবছারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।