ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেগম রোকেয়ার মতো স্মরণীয় ফজিলাতুন্নেছা মুজিব: দীপু মনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
বেগম রোকেয়ার মতো স্মরণীয় ফজিলাতুন্নেছা মুজিব: দীপু মনি

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সমাজে যদি নারীর অগ্রগতি না হয়, সে সমাজ কখনও এগোতে পারে না। কাজেই নারী-পুরুষ উভয়ের সমানতালে এগিয়ে যাওয়ার বিশ্ব ও বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটরিয়ামে ‘পাক্ষিক অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০২০’  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, আমাদের নারীরা প্রতিটি ক্ষেত্রে কাজ করার সুযোগ পাচ্ছেন ও সুযোগ করে নিচ্ছেন। সরকার আইন ও নীতিমালার মাধ্যমে নানা ধরনের সহযোগিতা দিয়ে কাজের সুযোগ তৈরি করছে। কিন্তু যারা সংগ্রাম করে নিজেদের পথ তৈরি করে নিচ্ছেন, অন্যদের সুযোগ করে দিচ্ছেন, তাদের সবাইকে অভিবাদন জানাই।

তিনি বলেন, বেগম রোকেয়া সাখাওয়াতের মতো যারা আমাদের প্রাতঃস্মরণীয়া আছেন, এদের সঙ্গে আমি আরও একজনের নাম বলতে চাই- বেগম ফজিলাতুন্নেছা মুজিব। বাংলাদেশের অনেক  ইতিহাসের বাঁক বদলে তার ভূমিকা রয়েছে, যা আগে সামনে আসেনি।  

মেয়েদের সাফল্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আজকে মেয়েরা অসাধারণ সব সাফল্য দেখাচ্ছে। ফুটবল ও ক্রিকেটে মেয়েরা মাতিয়ে দিচ্ছে। আমরা আমাদের মেয়ে ও নারীদের নিয়ে গর্বিত।  

শিক্ষামন্ত্রী বলেন, আমরা এগিয়ে যাবোই। নারীদের পথে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক প্রতিবন্ধকতা। যত বাধাই আসুক, আমরা হার মানবো না। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  কথা ধার করেই বলি, ‘আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। ’ আমরা অবশ্যই এগিয়ে যাবো। আমরা সাম্যের একটি পৃথিবী গড়বো, যেখানে সবাই সমান অধিকার নিয়ে বাস করবো।

পাক্ষিক অনন্যা পত্রিকার সম্পাদক ও প্রকাশক তাসমিমা হোসেনের সঞ্চালনায় অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন-  কামরুন্নাহার জাফর (রাজনীতি), সাহিদা বেগম (উদ্যোক্তা), লাফিফা জামাল (প্রযুক্তি), অল্পনা রানী (কৃষি), চয়নিকা চৌধুরী (নাটক), সেঁজুতি সাহা (বিজ্ঞান), রূপান্তী চৌধুরী (লোক-ঐতিহ্য)। এছাড়া অনুপস্থিত তিনজন হলেন- স্বপ্না ভৌমিক (কর্পোরেট পেশা), তাসনুভা আনান (অধিকারকর্মী) ও জাহানারা আলম (ক্রীড়া)।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এমএমআই/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।