ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সরকারি কর্মসূচিতে প্রতিবন্ধীদের সুযোগ দেওয়ার আশ্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, ডিসেম্বর ২৮, ২০২১
সরকারি কর্মসূচিতে প্রতিবন্ধীদের সুযোগ দেওয়ার আশ্বাস

ঢাকা: জেলা প্রশাসনের অধীনে সরকারি বিভিন্ন প্রোগ্রামে যেখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ সৃষ্টি করার বিষয়ে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকরা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় ‘প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানসহ অধিকার ও সুরক্ষা’ বিষয়ক সভায় তারা এমন আশ্বাস দিয়েছেন।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে এক সভায় এমন আশ্বাস দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিসিসির নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় এ সভায় দেশের সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা অংশ নেন। সভায় মূল বিষয়বস্তু একটি প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির।

অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়ন, কর্মসংস্থানের পাশাপাশি তাদের সার্বিক উন্নয়নকল্পে আইসিটি বিভাগের চলমান কার্যক্রমে মাঠ প্রশাসনের সহায়তার বিষয়ে সভায় আলোচনা হয়। মাঠ পর্যায়ে বিশেষ করে জেলা প্রশাসনের অধীনে সরকারি বিভিন্ন প্রোগ্রামে যেখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ সৃষ্টি করে পিছিয়ে পড়া বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার বিষয়টি সভায় আলোচিত হয়।

সভায় জেলা/উপজেলা পর্যায়ে বিভিন্ন নিয়োগ কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অবদানের সুযোগ ও যৌক্তিকভাবে নিয়োগের ব্যবস্থা করা। সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র শনাক্তকরণ। কর্মসংস্থান এবং নতুন নতুন দক্ষতা উন্নয়নে স্থানীয় ব্যবসায়ী গোষ্ঠীকে উদ্বুদ্ধ করা। মাঠ পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর উদ্দেশ্য বাস্তাবায়নে সহায়তা এবং জেলা কমিটি ছাড়াও উপজেলা ও শহর কমিটি কার্যক্রম মনিটরিং ও সমন্বয়ে ভূমিকা রাখার বিষয়ে জেলা প্রশাসনের নিকট প্রত্যাশা করা হয়।

জেলা প্রশাসকরা আইসিটি বিভাগের চলমান কার্যক্রমে জেলা প্রশাসন সম্পৃক্ত হয়ে সরকারের গৃহীত এ ধরনের প্রোগ্রামে সহযোগিতার আশ্বাস দেন।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব ও সভার সভাপতি মাঠ পর্যায়ে শিক্ষা কার্যক্রমসহ কর্মসংস্থান এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়নে করণীয় বিষয় সম্পর্কে পরামর্শ এবং এ সভা থেকে প্রাপ্ত গ্রহণযোগ্য সুপারিসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।