ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে চলছে পিঠা মেলা

হারুন-অর-রশীদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
ফরিদপুরে চলছে পিঠা মেলা ফরিদপুরে চলছে পিঠা মেলা

ফরিদপুর: ফরিদপুরে শুরু হয়েছে পিঠা মেলা। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফরিদপুরের আয়োজনে বুধবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ পিঠামেলা চলবে শুক্রবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত।

মেলার উদ্বোধন করেন- পুনাক সভানেত্রী সালেহা পারভিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, বিপিএম-সেবা। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুনাক নেত্রীরা এ সময় উপস্থিত ছিলেন।

ফরিদপুর পুলিশ লাইন্সে শুরু হওয়া এ পিঠামেলায় ছোট-বড় ১৬টি দোকান স্থান পেয়েছে। বাহারি রকমের পিঠার পসরা শোভা পাচ্ছে সেখানে। দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে দোকানগুলো। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখরিত পিঠামেলা প্রাঙ্গন।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।