ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীর আরকে চৌধুরী সড়কের উন্নয়ন কাজ শুরু 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
যাত্রাবাড়ীর আরকে চৌধুরী সড়কের উন্নয়ন কাজ শুরু 

ঢাকা: রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর আরকে চৌধুরী সড়কের জিয়া স্কুল থেকে সুতিখালপাড় পর্যন্ত সড়কের নর্দমা নির্মাণ ও সংস্কারসহ রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে এ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু ও নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয়।

এ সময় আরকে চৌধুরীর ছেলে রবিউল করিম চৌধুরী বাবু, মনোয়ার রুবায়াৎ চৌধুরী, আরকে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল রায়হানুল ইসলাম দিপু ও সমাজসেবক তারেক আজিজ পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরকে চৌধুরী সড়কটি রাজধানীর যাত্রাবাড়ীর একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি যাত্রাবাড়ী থানার সামনের মোড় থেকে উত্তর দিক দিয়ে গোলাপবাগে গিয়ে শেষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।