ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় ২৫ পিস স্বর্ণের নেকলেসসহ চোরাকারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
কলারোয়ায় ২৫ পিস স্বর্ণের নেকলেসসহ চোরাকারবারি গ্রেফতার

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় ২৫ পিস স্বর্ণের নেকলেসসহ হুমায়ূন কবীর (৪০) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিজিবি।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার কাকডাংগা বিওপি সংলগ্ন বটতলায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হুমায়ূন কবীর কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আব্দুল গফুরের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আ ফ ম ওসমানীর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাকডাংগা বিওপি সংলগ্ন বটতলায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন পূর্বক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় যানবাহন তল্লাশি করে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় ২৫ পিস স্বর্ণের নেকলেসসহ ও একটি মোটরসাইকেলসহ মো. হুমায়ূন কবীরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক মালামালের মূল্য প্রায় ২৪ লাখ ৮২ হাজার ১২৫ টাকা।

গ্রেফতার চোরাকারবারীকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণের গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।