ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বই বিতরণ: সাতক্ষীরায় আসেনি ৬ষ্ঠ ও অষ্টম শ্রেণির বই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
বই বিতরণ: সাতক্ষীরায় আসেনি ৬ষ্ঠ ও অষ্টম শ্রেণির বই

সাতক্ষীরা: সাতক্ষীরায় শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (০১ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

তবে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বই না আসায় হতাশ শিক্ষার্থীরা।  

বই বিরতণের সময় জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ধাপ ধাপে মাধ্যমিক স্তরের ১ লাখ শিক্ষার্থীর মধ্যে ৩২ লাখ ও প্রাথমিক স্তরের ২ লাখ ২ হাজার শিক্ষার্থীর মধ্যে ১০ লাখ ৩৬ হাজার বিতরণ করা হবে।

তবে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ৬ষ্ঠ শ্রেণি ও অষ্টম শ্রেণির বই এখনো সাতক্ষীরাতে আসেনি।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, দুই শ্রেণির বই এখানো জেলাতে আসেনি। পুরো চাহিদার ৬০ শতাংশ বই সাতক্ষীরাতে এসেছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।