ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শীতার্তদের পাশে ববি অফিসার্স অ্যাসোসিয়েশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
শীতার্তদের পাশে ববি অফিসার্স অ্যাসোসিয়েশন

বরিশাল: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ববি অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (১ জানুয়ারি) দুপুর ১২ টায় প্রশাসনিক ভবন-১ এর নিচ তলায় কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় তিনি বলেন, এই বস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্তদের কিছুটা দুঃখ লাঘব হবে। সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সংগঠনের সভাপতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশীদ আবেদীনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মুহসিন উদ্দীন, অফিসার্স অ্যাসোসিয়েশনের

কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটিসঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক আবু হাচান।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সার্বিক সহযোগিতা করে এফএআর গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।