ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে অগ্নিদগ্ধ বৃদ্ধার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
কেরানীগঞ্জে অগ্নিদগ্ধ বৃদ্ধার মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জে বিশাখা রানী সরকার (৭২) নামে অগ্নিদগ্ধ এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।  

তিনি পশ্চিম বরিশুর গ্রামের মৃত বাবুল সরকারের স্ত্রী।

চার ছেলে সন্তানের জননী বিশাখা রানী সরকার আত্মহত্যা করেছে বলে সন্তানেরা দাবি করলেও স্থানীয়দের মতে শীতের রাতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ অথবা জমিজমা সংক্রান্ত কারণে হয়তো তাকে হত্যা করা হতে পারে।

শনিবার (০১ জানুয়ারি) কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের পশ্চিম বরিশুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাংলানিউজকে জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে জানা যায় তিনি বৃদ্ধ বয়সে একা বাড়িতে থাকতেন তাই মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিলেন। ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ এবং কি কারণে কিভাবে অগ্নিদগ্ধ হলেন সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।