ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

আইডিয়াল অধ্যক্ষের সম্পদের খোঁজে ৬৮ প্রতিষ্ঠানে চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, জানুয়ারি ৩, ২০২২
আইডিয়াল অধ্যক্ষের সম্পদের খোঁজে ৬৮ প্রতিষ্ঠানে চিঠি অধ্যক্ষ ড. শাহান আরা বেগম-ফাইল ছবি

ঢাকা: ভর্তি বাণিজ্য ও এসএসসি পরীক্ষার ফরম পূরণে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের অবৈধ সম্পদের খোঁজে ৫৮ ব্যাংকসহ ৬৮ প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার এই চিঠি পাঠিয়েছেন।

সোমবার (৩ জানুয়ারি) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের অভিযোগে থেকে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণ, ভর্তি বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অধ্যক্ষ ড. শাহান আরা বেগম জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আইডিয়াল স্কুলের বনশ্রী শাখার প্রধান শিক্ষকসহ সংশ্নিষ্টদের বিরুদ্ধেও ফরম পূরণ, ভর্তি বাণিজ্য ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদকে পেশ করা অভিযোগে উল্লেখ করা হয়, অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ সংশ্নিষ্টরা পরস্পরের যোগসাজশে মেধাবি ছাত্রদের বাদ দিয়ে অবৈধ অর্থের বিনিময়ে অকৃতকার্য কয়েকশ’ শিক্ষার্থীকে ভর্তি করেন। ভর্তি বাণিজ্যের মাধ্যমে তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। একইভাবে তাদের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার ফরম পূরণে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।