ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

রমনায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, জানুয়ারি ৪, ২০২২
রমনায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ঢাকা: রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেপ্তাররা হলেন- ইউনুছ, মুছা মিয়া ও শাহিনুর।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) দুপুরে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার বদরুজ্জামান জিল্লু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার (০৩ জানুয়ারি) রাতে ক্যাফে ডি-তাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ওই তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তারা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
এসজেএ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।