ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

উত্তরায় ৩৮০০ ইয়াবা বড়িসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, জানুয়ারি ৫, ২০২২
উত্তরায় ৩৮০০ ইয়াবা বড়িসহ গ্রেফতার ৪ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৮০০ পিস ইয়াবাসহ চারজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

গ্রেফতাররা হলেন- মো. রুবেল, মো. আজাদ হোসেন, মো. রাজু ও মো. মেহেদী হাসান মুরাদ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানার রাজলক্ষী কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি লালবাগ বিভাগের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান বলেন, মাদক ব্যবসায়ীরা উত্তরা পশ্চিম থানাধীন রাজলক্ষী কমপ্লেক্সের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
পিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।