ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে বাসচাপায় বৃদ্ধা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, জানুয়ারি ৫, ২০২২
গৌরনদীতে বাসচাপায় বৃদ্ধা নিহত

বরিশাল: হানিফ এন্টারপ্রাইজের একটি বাসচাপায় রাশিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন।

বুধবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদেরখালপাড় নামক এলাকায়।

নিহত রাশিদা গৌরনদী উপজেলার সাউদেরখাল গ্রামের আব্দুস সালাম মাঝির স্ত্রী।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন বাংলানিউজকে জানান, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস পথচারী রাশিদাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও ড্রাইভার-হেলপার পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।